মৃত্যুতেও ট্রাফিক জ্যাম।
লাগুক না মরণে মড়ক।  
ক্ষুধাও থাকুক কিছুকাল অনাহারে।

মেঘের গুপ্তচর এখন কলাবাগানের
নির্মলেন্দু। দুর্বাশা বাতাস মেখে চোখে
নিয়তি হাল চালায় বক্ষিলার উদম বক্ষে।

একবার শুধু ফিরে তাকিয়ে দেখে।
-যতটা পথ ফেলে এসেছে, সব নির্মুল।
হাঁটার কোন চিহ্ন নেই। কবোষ্ণ-কষ্টে
সেঁওতির বান এসে জলের গলায় ফাঁস
লাগায়। যুবতির গামছায় সকলের এমন
দোহারা দেখন- সইবে না শরীরের লোমকুপ।


দেহের ভেতরে এখন গতর
খাটায়। বামুন!তোর চোখে বাজ পড়ুক।  
অভিধান থেকে বিদায় দিলাম
যুবতির চিহ্ন।  
এখন তুই  কি হিসসা নিবি বল!


টরন্টো, কানাডা, পৃথিবী
লেখনঃ এক যুগ আগে
যখন কালের হিসাব ছিলো না