মৌ মধুবন্তী
মৃত্যুর মৃত্তিকা গায়ে ধরে সময়ের প্রতিকুল-
সেইখানে অন্ধকার ঝুলে থাকে ফোটা বকুল
থমকে যাওয়া চৈত্রের হাওয়া জানায় বিদায়
অস্তমিত সুর্যের চোখ ভাসে বরিষধারায়
দেবতার দানে অনুসূয়া আকাশে ঝড় তোলে
রাগান্ধ সেই রাতে বৃষ্টি ‘বসে মেঘের কোলে
মানব সভ্যতা অদৃশ্য বানে বন্দী হয় ঘরে
ঘরের ভেতরে ভালোবাসা বাজে নতুন করে
একনিষ্ঠ ঘরবাস কুষ্ঠরোগ নয়, কৌষিক টান
কিংবদন্তী হবে রাহুমুক্ত, পাবে গঙ্গার আহবান
ধূসর প্রপঞ্চ-উন্মুক্ত বিস্তৃত সুনীল আকাশ
বিপন্ন স্মৃতি উড়িয়ে নিয়ে যায় নির্মল বাতাস
তবুও জীবনের দায়ে সকলে করে জিজ্ঞাসা
এই বিপুল বিশ্ব কি হারালো তার সকল আশা
দণ্ডকারণ্য রাত গিয়ে আসবে সোনালী সকাল
উদ্বেগের ভার শেষে হবে না সময়ের আকাল
মানুষে মানুষে থাকবে অদৃশ্য যোগাযোগ নামা
ভানুমতির গায়ে দেখো ঐ সবুজ শ্যামলিমা।
লকডাউন শেষে নাচবে আবার শারদ সুমিত
মহামারীর শেষ দৃশ্যে আসবেই মানুষের জিত
Monday, April 27, 2020