মৌ মধুবন্তী
কে আছো?
উত্তর বলাকা হাঁক দিয়ে ওঠে।
ঝাঁকে ঝাঁকে কই ভেসে যায়-
মনে যখন জোয়ার আসে।
কে কুড়াবি আয়- ঝাঁকা নিয়ে আয় মাঠে।
মাঠে যাই ---ময়দানের মত চাতাল বিছানো রয়েছে
কই মাছ ভেসে ভেসে যায় দু'হাতের ভেতর থেকে।
বিধাতা এসে হাত চেপে ধরে।
আমার দখলে এই মন,
এই নৌকার মাঝি আমি।কি আর বলি?
সব ছেড়ে ছুড়ে, কাদামাটি গায়ে মেখে
হাঁটা দেই মন্দারপুরের দিকে।
ইচ্ছেরা দিনে দিনে এমন করে কোদাল চেপে ধরে।
চাপা শ্বাস বুকে নিয়ে, শুয়ে পড়ি ঘাসে
অর্ধচন্দ্র সুখ এসে নিরিবিলি
ঘিরে ধরে দেহটারে-কই মাছ
হেঁটে যায়---দেহের ভেতরে
টরন্টো,কানাডা
জুলাই ৬ ২০১২
কপিরাইট রিজারভড © মৌ মধুবন্তী