এ জীবন যদি উরুগুয়ে হতো
তবে সে তার বাকঝুড়িতে ঠাঁই পেতো
বনকুবুস টার্মিনালে প্রতিদিন ফেরি হতাম
নদীর বুকে ঢেউয়ের সুখে দেউলিয়া দোল খেতাম
তাকিয়ে তাকিয়ে ফেরিওয়ালা  দেখতো,আর ভাবত
কার্লোস,পাবলোরা ট্যাক্সিতে ভাড়া দিত বাড়িয়ে
দ্বিগুন তিনগুন-সীমাহীন মাত্রা ছাড়িয়ে
কেউ কেউ হাত ধরে দিত  নদী পার করে
মন্টেভিডিও,কিংবা কলোনিয়াল হাইওয়ে ধরে।

ঘুমিয়ে যাই আমি বুয়েনেস এয়ার্সের ঘরে
ফুটবলের রাজত্ব দখল করে।
দেখি নাই কোন ম্যাসি,দেখি নেই  ম্যারাদোনা
সকাল কিংবা দুপুর  সবটুকু প্যাসোতে গোণা।
সিটিট্যুর  সবুজ ফুটপাত,পুরানো আড়িপাতা গাছ
নিজেকে পাই না  খুঁজে আমিগাদের আশাপাশ
এক চিমটে হট সসের জন্যে-
কেটেছে কত রাত ফুটপাত অরন্যে
সয়াসস,  চা-চামচ ইত্যাদি মায়া নিয়ে
ফিরে আসি আমি  নিজের  আলয়ে

চন্দ্রবিন্দুতে  বেঁচে থাকা এই আমাকে  
পরিধিবিহীন বিবর্তন সর্বক্ষণ ডাকে ।

২৮/৪/২০১৯
বুয়েনেস এয়ার্স,আর্জেন্টিনা।