মৌ মধুবন্তী
কোন এক মধ্যবর্তী রাতে
কথা হচ্ছিল আজরা পাউন্ডের সাথে
কি হয়েছিল সেদিন প্যারিসের মেট্রোতে
জানতে চাইলাম মিনতি করে
বললাম, আমার তো ধৈর্য কম
তাই তোমার কবিতা পড়ি না এখন
বহুকাল আগে পড়েছিলাম দুই লাইন
তাই হয়েছিল জ্বলজ্বল উজ্জ্বল
নিয়নসাইন
দুই লাইনের সে বিখ্যাত কবিতায়
হাজার হাজার জনতার প্রতিচ্ছবি
উঠিয়ে এনেছিলে চিত্রকল্পে সবি
কী করে, হে কবি! কী করে
যা তোমাকে বিখ্যাত করেছে
উত্তর আমেরিকার কবি সমাজে
ঘুম ভেংগে গেলে রাত কমে যায়
কখন তুমিও জানিয়েছ আমাকে
বিদায় হায়!
(Friday, January 31, 2020,2:02 AM
©® মৌ মধুবন্তী,২০২০)