হঠাৎ একদিন সন্ধ্যা বেলায়
দৃষ্টি ফেলি কদম তলায়;
আধো ছায়া লম্বা হাতে
উসকু চুলে নোংরা দাঁতে;
ভেংচি কেটে ডাকছে আমায়।

সাহস ধরে মনের ভেতর
শরীর কাঁপে থর্ থর্ থর্;
শক্ত লাঠি নিয়ে হাতে
ভুত বলে তার পেছন পাতে;
জোড়সে আঘাত হানি তাতে।

ওমা! এ যে তালের পাতা
বাতাসে যার নাড়ায় মাথা;
ভুত বলে তার পেছন পরে
জোড়সে আঘাত হানি তারে।

কল্প মনের ভুল ধারনা
ভুত বলে তো কেউ ছিলো না;
ভীরু মনের উঁকিঝুঁকি
ভুত বলে যার ছবি আঁকি।
============================