অাকাশে লাগিয়ে সিঁড়ি
তোরে এনে দিতে পারি
সন্ধ্যা তারা ।
সকালের ভোর, পুরোটাই তোর
রোদের খরা ।
পাহাড় চিরে এনে দিব তোরে
ঝর্ণাধারা ।
জোনাকী আলো এনে দিব তাও
সুনীল অাকাশ বল কী চাও?
পাহাড় চূড়া ?
দিতে পারি সব; পাখী কলরব
তোরই জন্য এক অরণ্য
সবুজের বিল ।
সাত সমুদ্দুর লিখে দিব তোর
সাথে শঙ্খচিল ।
আর কি চাস; ব্যস্ত বার মাস ?
ষড়ঋতুর দল ?
মুক্তা এনেও দিতে পারি
সিন্ধু সেচে জল ।।
--------------------------------
০২ মার্চ ২০১৭