দেখ জানালা একটু খুলে
দাঁড়িয়ে অাছি জোসনা জলে,
চাইলে তুইও অাসতে পারিস
নীল অাকাশের জোসনা তলে ৷

ধীরে বহে শীতল হাওয়া;
মনের যত অবুঝ চাওয়া;
বেঁধে দিব তোর অাঁচলে ৷
নীল অাকাশের জোসনা তলে ৷

ঘরে কেন বন্ধি রবি ?
অায় জোসনার সঙ্গী হবি
কাটাবো রাত গল্প বলে ৷
নীল অাকাশের জোসনা তলে ৷

অাসবি ঠিকই অাঁধার এলে;
অামার যাবার সময় হলে;
ভিজবি তখন নয়ন জলে ৷
নীল অাকাশের জোসনা তলে ৷


----------------------------------------
পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা।