হাসপাতালের ব্যস্ত শাখা বার্ণ ইউনিট
ডাক্তার, নার্স ব্যস্ত কাজে প্রতি মিনিট ।
পঁচা, পোড়া মাংসের গন্ধ চার দিকে
যে গিয়েছে সে ধরেছে নাক টিপে ।
কেউবা আধো কেউবা পুরো দগ্ধ যে
পরিচিত মানুষগুলোও চিনছেনে ।
আবাল বৃদ্ধ, শিশুরাও যায়নি বাদ
ঝরছে পানি চলছে শোকের আর্তনাদ ।
হাসপাতালে বাড়ছে লাশের সংখ্যা যে
স্বজন হারা আহাজারি শোনছে কে ।
বদলে যাচ্ছে রুপ লাবণ্য মুখ পুড়ে
কাছের মানুষ চাইবে না আর মুখ ফিরে ।
বার্ণ ইউনিট এখন বড় ক্লান্ত যে
মানুষ পোড়া মরন খেলার ক্ষান্ত দে ।
----------------------------------
বাংলাদেশের হরতাল,অবরোধ, জ্বালাও, পোড়াও কে কেন্দ্র করে
এই কবিতার সৃষ্টি।