বলতো খোকা,
কেমন করে ভোর আসে ?
সূর্য মামা উদয় হলে পূব আকাশে।
বলতো খোকা,
রাত্রি কেন হয় আঁধার?
শেষ বিকেলে সূর্য দিলে ডুব সাঁতার ।
বলতো খোকা,
দূর্বা ডগায় কী হাসে ?
শিশির কনা মুক্তো হয়ে রয় ভেসে ।
বলতো খোকা,
ক্যান্ যে নদী ঢেউ তোলে ?
নদীর জলে বাতাস এসে দোল খেলে ।
বলতো খোকা,
আকাশ কোথায় রয় মিশে ?
দিগন্তের ওই মাঠ পেরিয়ে রয় ঘেঁষে ।