মাগো; দেখো আকাশটা আজ
কেমন আছে ফুলে
টুপ্ টুপা টুপ্ নামবে ধারা
যাবো না ইস্কুলে
আজকে অনেক মজা হবে
খেলতে সময় পাবো
বাদল ধারার জল কেলিতে
ইচ্ছে মতো না'ব
রান্না ঘরে ব্যস্ত মা যে
ভাবছেন ঘরে খেলি
আলতো করে বেড়িয়ে গেলাম
দুয়ার দুটো ঠেলি
বিষ্টি পুরো মাথায় নিয়ে
এলাম ঘরে ভিজে
চোখ দু'টো মার রসগোল্লা
রেগে উঠেন কি'যে
এই কি তোমার বন্ধ স্কুল ?
এই কি তোমার খেলা ?
মা বলেই তো সহ্য করো
আমার এত জ্বালা
যা ! হয়েছে পাল্টিয়ে নে
আসবে গায়ে জ্বর
এক্ষুণি তোর আসবে বাবা
বইটা নিয়ে পড়
আজকে আমি পড়বো না মা
আজকে আমার ছুটি
আসুক বাবা গলায় ধরে
খেলবো লুটোপুটি
রাত পোহালো সকাল হলো
থেমে গেলো ঝড়
খোকা আমার ঘুমিয়ে আছে
গায়ে ভীষণ জ্বর
------------------------------
০৪ জুলাই ২০২৪
তালতলা, ঢাকা।