দেয়ালেরও কান আছে
শোনবে সে ধীরে বল
ধুরছাই শোনতো
শোনে তার সেই ফল
ভয়ে কেন থরথর
ধরফর কাঁপে বুক
চিরদিন শোনবে সে
বলবে তো নেই মুখ
তুই আমি এইখানে
আর কেহ নইতো
যেই কথা বলেছি
কেহ নেই কইতো
পরদিন পাড়াময়
সেই কথা রটে যায়
ছিঃ ছিঃ লজ্জায়
কষ্টে বুক ফেঁটে যায়
কানাকানি ফিসফিস
পর নিন্দায় মত্ত
দেয়ালেরও কান আছে
এই কথা সত্য
-----------------------------
০১ অক্টোবর ২০২৪
শের-ই-বাংলানগর, ঢাকা।