চাঁদ মামা
=======

দিন শেষে সূর্যটা
ডুব দেয় জলে,
চাঁদ মামা উঁকি দেয়
বাঁশ ঝাড় তলে ।
রাত এলে শুরু হয়
ঝিঁঝিঁ ডাকা সুর,
জোনাকির মৃদু আলো
বেদনা বিধুর ।
মিটিমিটি তারা জ্বলে
আকাশের গায়,
আফনান ডেকে বলে
চাঁদ মামা আয় ।
চাঁদ মামা হেসে বলে
বলো কী চাও ?
দুই চোখে মুঠো ভরে
ঘুম দিয়ে যাও ।
চাঁদ মামা ভালবেসে
দিয়ে গেলো চুম,
রাত ভর আফনানের
এক টানা ঘুম ।
--------------------------------------------------------
(আমার ছোট্ট সোনা মনি-আফনান-কে নিয়ে এই ছড়া কবিতা)
[১৭ এপ্রিল ২০১৮ তারিখ]