বাবা আমার গত হয়েছেন, তেইশ টি বছর হলো
হঠাৎ ভাবতেই মনে হয় এইতো সেদিন ছিলো

বাবা ছাড়া সন্তানের কে হবে মাথার ছাতা
কে আবার? সে যে আমার গর্ভধারিণী মাতা
এত বছর পরেও মা যে, এখনও ছাড়ে নি হাল
প্রায় দু-যুগ পেরিয়ে গেল, এখন পঁচিশ সাল

দিন যত যায় হচ্ছে মনে, আসছে বোধহয় কুদিন
দ্রব্য মূল্যের যাতা কলে বাড়ছে ই শুধু ঋণ

তবুও মধ্যবিত্ত যদিও থাকে অশ্রুসিক্ত
বাবার শূন্যতায় মায়ের পূর্ণতায়,টিকে থাকে বহুদিন।