তোমার সবশেষ উপসংহার-টা যেন
বাংলা ভাষায় লেখা হয়,
যেন সেটা পড়তে পারো
খুব মানে খুব সহজেই।
রংটা যেন তোমার প্রিয়
লাল গোলাপের রং হয়।
তোমার সব শেষ উপসংহার-টা যেন
সুখে ও সাহিত্য-রসে ভরপুর থাকে।
তবুও আমার মত যেন সেটাতে
নিসুখ কিংবা কাব্য-রস না থাকে,
অকস্মাৎ ক্রূরতা না থাকে।
যেন না থাকে;-
নীরব ভালোবাসা কিংবা
অন্যায় বুঝের ক্ষমতা।
তোমার সবশেষ উপসংহারের
নামটা যেন হয়:-
সবুজের মত সুন্দর।
সে যেন তোমায় 'জান'-এর বদলে
'Lifes Material' বলে ডাকে।
তুমি যেন তার নূতন রূপকে
পাখি না বলে ডাকো:-'ময়না'।
কারণ,পাখিরা উড়ে গেলেও
ময়না কখনো চলে যায় না।
সে যেন চড়ুই না হয়ে
টিয়া হয়।
নির্জনে রাত-দুপুরে যেন তোমার সঙ্গে
কথা কয়।
সে যেন শুনতে চায়
তোমার সবচেয়ে দুঃখের গল্পটা।
তুমি কোনো কারনে কষ্ট পেলে
সে যেন তোমাকে খুব করে
বুক-পাঁজরে জড়িয়ে ধরে বলে,
"খুব মানে খুব ভালোবাসি তোমাকে!"
তোমার সবশেষ উপসংহার-টা যেন
তোমায় আমার অনুপস্থিতির
শূন্যতার বীভৎস অনুভূতিকে
দূরে রাখতে দক্ষ হয়।
তোমার মন পড়ে যেন
তার মন-কেমনের নদীটা
দুঃখে উজান বয়।
তোমার সবশেষ উপসংহার-টা যেন
তোমার হাতের শূন্যস্থান হাতেই পূরণ করে,
খুব করে বুক-পাঁজরে জড়িয়ে ধরে।
আমার চেয়ে বেশি-ই যেন
তোমায় ভালবাসতে পারে।।