ভাবনারই মাঝে
ভাবুক মন্ত্র নিয়ে
ভাবনাপুর হয়ে
ভাব নিয়ে
আজ আমি যাচ্ছি বহু দুরে।
স্বপ্নেরই দেশে,
ভাবনারই তল দেশে
আজ আমি যাচ্ছি চলে।
হায়!!! হায়!!!
আমি যাচ্ছি ডুবে,-
ভাবনার বহু তলে।
আমার এ গন্ন্তব্য কি আর-,
কখোনো শেষ হবে নাকো!!
ভাবনারই আকাশে
আমি ঊড়ছি মেঘ হয়ে
বিদ্যুত গতির চেয়ে বেগে।
বুঝে পাই না,
আমার এ পথ কী
কখোনো ফুরবে না!
আমি আছি মিশে
ভাবনার বাতাসে।
আমি চাই,
আকাশে যেতে
আরেকটি নতুন আকাশ হয়ে,
ভাবনার জগতে।
আমি চাই,
গোলাপের বাগানে যেতে
একটি নতুন গোলাপ হয়ে,
ভাবনারই স্বপ্নে।
আমি চাই,
চাঁদে যেতে
একটি নতুন চাঁদ হয়ে,
ভাবনার পানিতে ভেসে।
আমি চাই,
মহাআকাশে যেতে
আকটি নতুন মহাআকাশ হয়ে,
ভাবনার বালিশে শুয়ে।
এই আমি কথা দিচ্ছি,
আবারও জয় করবো
নিতুন এক মহাবিশ্ব
ভবনপুরে ঘুমিয়ে।
আমি আবারও একটি কবিতা লিখবো
সত্যি আর বাস্তবে।