তাকে বলে দিও,-
                    আর আসতে হবে না।
তার অপেক্ষাতে রাস্তাটুকু
                    আর ছোট হয়ে আসে না।
আছি খুবই ভালো...
                    ঠিক যেন সূর্য ছাড়া
                    এই আধাররী পৃথিবীটা।
খুব মানে খুব দ্রুতই
          হয়তো...
                    ওপারে নিয়ে যেতে আসবে
                    মোর প্রার্থনার ফেরেস্তা।