তারাই মোদের গৌরব,,
তারাই মোদের শক্তি।

শোনো হে,,,
              আমি বলছি তাদেরই কথা
যাদের ছাড়া আমাদের প্রিয়
        বাংলাদেশকে বাঁচানো যেত না।
আমাদের রক্ত দিয়েও
তাদের ঋণ শোধ দিতে পারব কি
                আদৌ?

শোনো হে,,,
              আমি বলছি তাদেরই কথা
যারা মাথায় নিয়ে লক্ষ্য
২৪ ঘন্টাই যুদ্ধ করতো।
তাদের চোখে মুখে
         থাকত সেই ভাবনাই..
যে, সেই হারানো বাংলাদেশকে
         আবার পাবো কি ফিরে।

শোনো হে,,,
              আমি বলছি তাদেরই কথা
                     যাদের ছাড়া আমরা
      বাংলায় বলতে পারতাম না কথা।

শোনো হে,,,
              আমি বলছি তাদেরই কথা
যারা বাংলার প্রাণ বাঁচাতে গিয়ে
দেখছিল আপন মানুষগুলোর
মৃত্যুগুলো।


তারাই মোদের গৌরব,,
তারাই মোদের শক্তি।
শোনো হে,,,
              আমি বলছি তাদেরই কথা
যাদের জন্য..
               পেয়েছি মোদের বাংলাদেশ,
পেয়েছে মোরা আন্তর্জাতিক মর্যাদা,
পেয়েছি মোদের প্রিয় ভাষা,
        মায়ের ভাষা বাংলা।

আমি সম্মান জানাই,-
                         মুক্তিযোদ্ধা,
                              ভাষা শহীদ,
                     বাঙালির বন্ধু মুজিব
সহ সকলকে।।।



{{আসলে আমার এই কবিতাটি প্রায় ৩ বছর আগের লেখা। যদি কোনো ভুল-ত্রুটি হয়,,তবে,, আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।}}