যখন বৃদ্ধ হব,
যখন বুরোদের মত কথা বলব,
যখন বলতে গেলে একটি বাক্য
২ কিংবা এরো অধিকবার থামবো
তখন এগুলোকে সাজাবো!!

যখন সবার বিরক্তির কারণ হব,
যখন দিনের সারাটিক্ষণ অবসরেই কাটিয়ে দেবো,
যখন দুই,তিন কিংবা তারও অধিক প্রহর
নিঃসঙ্গতা আর নীরবতাতেই কাটিয়ে দেবো
তখন না হয় কবিতা লিখব!!

যখন মেঘ পরীর প্যারেড দেখতে দেখতে
পাঁচ প্রহর চলে যাবে
তখন ষষ্ঠ প্রহরে গিয়ে ছন্দগুলো
সাজিয়ে কবিতায় রূপ দেব!!

যখন অন্ধকার আর একাকীত্বই হবে জীবনের আলো
তখন স্বপ্নের সেই ছন্দ গুলোকে সাজাবো
কিন্তু শর্ত হবে;-
                  ছন্দ গুলো থাকবে এলোমেলো!!

যখন স্বপ্নতে আসবে
সেই ছোট্ট বেলার রসমা।
তারপর বলবে সে,
                   "তুমি তো একা না।"
স্বপ্ন দেখে যখন ঘুম ভেঙ্গে যাবে,
চারিপাশে কেউ থাকবে না আমাকে সান্তনা দিতে,
তখন নিশ্চয়ই আমার পাশে কবিতা এসে দাঁড়াবে!!
বিশ্বাস করো;-
               তখন চোখে জল রেখেও
বোকার মতো হেসে উঠবো!!!
তখন কাউকে আর "ভালোবাসি" বলা হয়ে উঠবে না।
যখন খুব করে চেয়েও ভালো থাকা যাবে না।।