যখন লোকের নিরেট ভালোবাসার মাঝে
একগাদা অপূর্ণতার ছোঁয়া পাবে
কিংবা অপূর্ণতার আভাস আসে....

তখন মানুষ নিঃসঙ্গতাই পছন্দ করে,
   "        "     নিরালোক-কেই কাছে ডাকে,
   "      "      নিরব শ্লোক পারে।
তখন মানুষ সাঁতারে নৃশংস নদ।
   "        "    নিমাই মানে বুঝে হৃদ।
   "        "    'নিশাকর' জীবন থেকে উবে দেয় ,
   "        "    নিলামে তার আনন্দগুলিকে দেয়।
তখন মানুষ নি-কথা কয়,
   "        "    নিষ্ক্রিয়তা লোভী হয়,
   "        "    নিথর থাকে প্রহর গুণে ছয়।
   "        "    নিয়ম মানতে নয় ভাঙতে পারে।
তখন মানুষ নিজেই নিজেকে ভোলাতে পারে,
   "        "    'নি_'-রোজনামচাই লেখে,
   "        "    নিকৃষ্ট কবিতা ভালোবাসে,
তখন মানুষ নিখোঁজ হয় চেনা শহরে।।