যখন লোকের নিরেট ভালোবাসার মাঝে
একগাদা অপূর্ণতার ছোঁয়া পাবে
কিংবা অপূর্ণতার আভাস আসে...

তখন মানুষ নিশাচর হতে পারে সহজে,
   "        "     নির্জনতাকে প্রচন্ড রকম ভালোবাসে,
   "        "     নিনাদ ঘৃণা করে,
   "        "     নিতান্তই একা থাকতে পারে।
তখন মানুষ নিগদ কম করে,
   "        "     নিগূঢ় করে কথাকে।
তখন মানুষ নিশ্চিন্তে চিন্তার ধারা বায়,
   "        "     নিছক জীবন উৎসর্গ করতে চায়।
তখন মানুষ নিপীড়ক হয় নিজ দেহের,
   "        "     নিদিষ্ট মানে শুধুই মনের,
   "        "     নিদর্শন রয় আপন রুহের।
তখন মানুষ নিক্ষেপ করে চেনা-অচেনা পরিচয়কে
                   নির্দ্বিধায়,
   "        "     নিমিষেই একাকিত্বে হারিয়ে যায়,
   "        "     নিরাকাঙ্ক্ষ নয়
                   নিরহংকারী হয়,
   "        "     নিরালয়ী নয়
                   নিরালোক্য হয়।
তখন মানুষ নিদ্রাকে হারিয়ে ফেলে,
   "        "     নিত্য প্রলয় একাকী গেয়েই চলে
তখন মানুষ নিরধিকারী হয় নিজেতে,
   "        "     নিরংশু ভালোবসে,
   "        "     নিরিখ হয় নিজেতে।