ওহে সুহাসিনী,  
তুমি লাল শিউলি।
ওহে সুকেশিনী,
তুমি অভিমানী।
কেন ভালোবেসেছিলে তুমি
দূরে সরে যাবেই যদি?
মোর তুমি ছিলে বুঝি
হিমুর মায়াবী-ময়ূরাক্ষী?
একাকী নিঝুম রাত্রি
চারিদিকে অন্ধকার-বাতি
তারারাও আজ হাসতে হাসতে বলে,
"ভালবাসিনি তোমাকে,
আর কখনো ভালবাসতে চাইনে।"

মধ্য রাতে হিজল গাছের তলে
আমিও যেন এক হিজল গাছ।
গ্রীষ্মের ঐ বিমর্ষ রাতে
নিচ্ছি যেন সুপ্রভাতের সাজ।
দিনের দ্বিতীয় প্রহরে
হিজল-পাতের পরে
মন-ময়ূরাক্ষী, ওরে!!!
তাকাবে তুমি হেসে
গোলাপি-গোলাপ রঙে।