একদিন আমিও হয়তো..
     খুব অজানায়..
ঠিকই হারিয়ে যাবো
     অচিন সে চেনা অসীম রাস্তায়।

উপচে পড়া কান্নার মাঝেও
আজ.. অশ্রু জল হারিয়ে যায়।


     একদিন আমিও খুব অজানায়..
ঠিকই হারিয়ে যাবো
লাল-রক্ত বিদ্রোহের বীভৎস..
     সেই নিকৃষ্টতম তাড়নায়।

     আগে রক্ত আমায়
ভয় দেখাতো
     কষ্ট আমায়
কষ্ট দিতো
আজ সবকিছু শুধুই হাসায়।


{{চির-স্মরণীয় কবি, ভালোবাসার কবি, ভালোবাসা ও বিচ্ছেদের কবি হেলাল হাফিজের স্মরণে লেখা...।}}