এই সম্পর্কের শুরুর ২টি কোকিল ছিলো,,,
""তোমায় ভালোবাসি।""
আজ মদ্যিখানে এসে আবারও বলছি,,,
“তোমায় আমি
সত্যি সত্যিই খুব বেশি
ভালোবাসি।"
যতটা ভালোবেসে রাখাল বাজায় তার বাঁশি,
যতটা ভালোবেসে আকাশের দিকে
দু-চোখ মেলে চেয়ে থাকে
এক উদাস কবি।
আমি তোমাকে ঠিক ততোটাই ভালোবাসি...
যতটা ভালোবাসে পাতারা
তাদের নিজ নিজ বৃক্ষটি।
যতটা ভালোবাসে ছাদখানা
তার স্ব-নীল রংটি।।
গ্রীষ্মের আকাশ রোদকে
যতটা ভালোবাসে...
আমি ঠিক ততোটাই
ভালোবাসি তোমাকে।
আমি ঠিক ততোটাই
মিশে যেতে চাই
তোমারই মাঝে
যতটা মিশে থাকে
:-আকাশ।
নীল রঙ...কিংবে
সাদা মেঘের সাথে।