জানো...?
তোমার চোখ দুটোই
আমি আকাশ দেখতে পাই।
যেমনটা...
নি:সঙ্গতাতে, ভালোবেসে ঐ
ছাদটাকে ভালোবেসে বেড়াই...
ঠিক তেমনিভাবে আমি
আজও ভালোবাসি
তোমায়,,,সুহাসিনী...।

জানো...?
আমি না...আকাশটাকে খুব ভালোবাসি!
আমার আজকাল খুব মানে
খুব বেশি ইচ্ছে করে
ঐ আকাশটার মতো করে
তোমাকে প্রাণ ভরে ভালোবাসতে...।

আচ্ছা...
ঠিক কতক্ষণ বুক পাঁজরে
খুব করে ঐ তোমাকে
জড়িয়ে থাকতে পারলে
আমার অনুভূতি পূর্ণতা পাবে...?

আচ্ছা...
ঠিক কতক্ষণ নেশায়ী নেত্রকোণে
আমি চেয়ে থাকলে তোমাতে
ডুবে বা ভেসে থাকা যাবে...?