নিকষ কালো ঐ ঘন আঁধারে
দিগন্ত হতে ঐ দিগন্ত দূরে
      থেকেও তুমি যে
শুধু আমাকেই ভালোবাসবে...
দেখো...
          আমিতো এই জন্যে
আজও ঐ আকাশের পানে...
এই দুখানা এক গুচ্ছ দৃষ্টিতে
তাকিয়ে থেকে শুধু সময়কে
                    আমি তুচ্ছ করি।

এই শ্বেরে-শব্দের রাজ্যে
শত হাজার শব্দের ভিরে
দেখো...
          নির্ভাবনায় নেপাত্তা দিয়ে
          শুধু তোমারই মুখে
'ভালোবাসি' শব্দটি শুনতে
আজও জটলা বাঁধা কম্পনগুলোকে
দেখো...
          তাচ্ছিল্যের সুরে
          কেমন করে
          হাজার হাজার ঘন শব্দকে
                    আমি উপেক্ষা করি।


(১০/০১/২০২৫)...মাত্রই