ভাবছি,
          এখন থেকে যদি
                         কোনো  
         ভালো কাজ করি
         এর বিনিময়ে চাইবো
             শুধু মৃত্যুঘড়ি।

        যাবো কবে?
        মাটির ঘরে
ছলনার জগৎ ছেড়ে!
সবাইকে কাদিয়ে,
ইচ্ছে পূরনের তুষ্টতে।
                 বছর পাতা
                   আর-,
                 মৃত্যু পাতা
                        একই কথা।
বছরের মতই এই পৃথিবীতে
একটি মানব প্রাণ এসে
কোনো না কোনো ঘটনা ঘটিয়ে
             যায় চলে, না ফেরার দেশে।

মাঝে মাঝে
ইচ্ছে করে,
চোখ বুজে
লাশের বেশে
            যাই চলে কবিরে,
                    চিরদিনের জন্যে।

হায়রে!!!!!
                   এগুলো শুনে আবার আমায়
              তোমরা কেউ পাগল ভেবো না।
         আমি তো এক বিশেষ রগের রোগা
                রোগটির নাম মৃত্যুক্ষুধা।