আজকের দিনে আমি কোনো
শুভেচ্ছা বার্তা চাই না।
চাই শুধু...এক মুঠো দোয়া।
তবে...
হতভাগার কপালে কী কারো
দোয়া লিখা আছে?
যে জিনিস চেয়ে নিতে হয়
সেই- জিনিস দেওয়াটা খাঁটি নয়।
যে জিনিস মন থেকেই আসে
সেই জিনিসকেই খাঁটি বলা যায়।
আমি আজ খাঁটি কিছু...
পেলাম না...বোধ হয়।
আমি চাইছি না...
শিক্ষিত হতে,
আমি চাইছি...
সু-শিক্ষিত হতে।
আমি চাইছি না...
মানুষের মতো মানুষ হতে,
আমি চাইছি...
আমার নিজের মতোই থাকতে।
আমার এই চাওয়া......,
চাওয়ার মাঝে পাওয়া......
কিংবা না পাওয়ার সেই
গল্পগুলোকে সঙ্গে নিতে নিতে.........
কাটিয়ে দিলাম--
ঠিক...
আরও একটি বছর...।
(১১/০১/২০২৫) মাত্র...।