শুনেছো কি ইতিহাস
বাহান্নর একুশে ফেব্রুয়ারির?
যেদিন বাংলা রক্ত দিয়ে করেছিলো স্নান
শত বাঙালির।
কি সেই বাহান্নর একুশ জানো কি?
একুশ আমার মায়ের বুকের ব্যাথা,
একুশ আমার বোনের ভীত নয়নের কথা,
একুশ আমার ভাইয়ের শব্দহীন নিরব কান্না।
বাহান্নর একুশে ফেব্রুয়ারিতে,
ঢলে পড়েছিলো শেষ ঠিকানার বুকে,
বাংলার খাল-বিল, মাঠ-নদী, আকাশ-বাতাস
ও বাংলা মাকে চমকে দিয়ে,
পাকিস্তানি হায়নারদের জারি করা
১৪৪ ধারা
ভঙ্গ করে,
মৃত্যুকে উপেক্ষা করে,
বাংলার তাজা প্রাণগুলো,-
জেগে উঠেছিলো বিক্ষপ-স্লোগানে
নেমেছিলো ঢাকার রাজপথে
মৃত্যুকে বরণ করে
বাংলা ভাষার টানে।
সেদিন বাংলা মায়ের সন্তানের রক্ত দেখে
কেঁদেউঠেছিলো,
বাংলার নীল আকাশ,
রমনার বাতাস,
গোলাপ আর পলাশ।
শুধু কী তাই!
নয়ন খোলা জলে
কেঁদেছিলো,
বাংলার খোলা জমিনে বসবাসরত ধান।
ওগো শোনো,
শুনতে থাকো,
আমার এই বাংলা গান।
ভুল হবে গো, তোমার ভুল হবে,
বিরাট ভুল হবে
যদি বলো একে রুপকথা।
খুঁজে দেখো আছে লেখা
বাংলার ইতিহাসের পাতায় সেই কথা।
তাইতো লিখছি চির-মুক্ত ভাষার কবিতা
যে ভাষা রক্তের বিনিময়ে আনা।
শেষ বারের মতো শুনে রাখো,
আমার ভাইয়ের রক্তে লেখা
এই সেই চির-মুক্ত-সাধীন ভাষা
বাংলা।