সুরমার ঢেউয়ে,
পলিসিক্ত মাঠের কোণে,
নীল আকাশের পানে
দেখ কিভাবে;-
রক্ত জমেছে, রক্ত জমেছে।
দেখ কিভাবে;-
ডগা ঘাসের উপরে
আজ শিশির নয়
রক্ত জমেছে, রক্ত জমেছে।
দেখ কিভাবে;-
অমাবস্যার রাতে
তারাগুলো অকস্মাৎ
কেঁপে উঠেছে।
যে কাঁপন গিয়ে লেগেছে;-
নদীর বুকে,
পাহার তলে,
পাদপ মাঝে।
যে কাঁপন গিয়ে লেগেছে;-
মায়ের বুকে,
বোনের স্বপণে,
ভাইয়ের মনে।
সেই কাঁপন রশ্মি-ই
জানান দিয়েছে;-
আজ সকালে
বাংলার আনাচে-কানাচে
পথে-প্রান্তরে
মিছিল হয়েছে।
আজ সকালে
বাংলাকে ভালোবাসার দায়ে
ছেলের বুক থেকে
ভাইয়ের বুক থেকে
বোনের বুক থেকে
রক্ত ঝড়েছে অকাতরে।
আজ সকালে
বাঙালি এক হয়েছে।
ফুরসত দিবে নাকো
মায়ের ভাষা বাংলাকে
কেড়ে নিতে।
তাইতো আবারো
আজ সকালে
বাঙালি এক হয়েছিলো, এক হয়েছিলো।