যে জন অভিমানী হয়ে
যায় চলে
          সন্ধা-আকাশের
সন্ধা-তারা হয়ে
          ঐ কালো আকাশের ক্রোড়ে...
সে ধরা ছোঁয়ার বাইরে,
আর কোথাও পাওয়া যাবে না তাকে।
তাকে অনুভবে, ইচ্ছের মনে
দেখতে পাওয়া যাবে
অমাবশ্যার ঐ আকাশ মাঝে।
তাকে দেখতে হলে
পারি দিতে হবে
একটি জীবন,
যেতে হবে ঐ
আপন ঠিকানার ক্রোড়ে...।