তোমিয় পেলে হয়তো আমার আসতো না এ পূর্ণতা
যেতোনা বোঝা তোমায় ছাড়া কতবড় এই শুন্যতা।
তোমায় পেলে থাকতো না আর চাওয়ার মতো কিছু
তোমায় পেলে সব হারাতাম আর থাকতো মাথা নিচু।
তোমায় পেলে ভালোবাসার বাড়তো অনেক বয়স
তোমায় পেলে এই ভীরুটার থাকতো না এত সাহস।
তোমায় পেলে এতটা রূপসী লাগতো না চাঁদনী রাত
তোমায় পেলে কষ্টেরা শুধু করে যেতো কষাঘাত
তোমায় পেলে এই ছেলেটা হারতো জীবন সংগ্রামে
তখন কি আর হতো সুন্দর ঐ গোধূলি তোর নামে।
তোমায় পেলে থাকতো থেমে কালের ঘড়ি চিরকাল
থমকে যেতো জীবন এখানে হারিয়ে তাল-বেতাল।
তোমায় পেলে এই জীবনে ফুটতো গোলাপ ঠিকই
থাকতো কি তার এতটা সুবাস যতটা এ বুকে রাখি।
তোমায় পেলে তোমায় নিয়ে হতো না কিছুই লেখা
তোমায় পেলে হারাতো ছন্দ, গল্প দিতো না দেখা।
কিছু না পাওয়া পূর্ণতা আনে জীবন স্মৃতির পাতায়
বুকে জড়িয়ে না পাওয়ার রং কবিতা লিখি খাতায়।
তোমায় পেলে থাকতো থেমে জীবনের স্রোত ধারা
তোমায় পেলে সব পেয়েও হতাম আমি সর্বহারা।
তোমায় পেলে এই চারিদিক লাগতো ভীষণ তেতো
তোমায় পেলে দাগ কাটা এ বুক থাকতো যে অক্ষত।
তোমায় পেলে হতো যে পাওয়া রংধনু আকাশের
হতো না পাওয়া সাদা কালো এই বাস্তব জীবনের।