-------------স্বাগত হে মর্ত্যবাসি!
পেয়েছ অমরা ধরণীর রূপে হয়েছ দানব সর্বগ্রাসী।
মানবের রূপ ধরিয়া ধরায়
হেনেছ আঘাত ভ্রাতৃ ডেরায়
খুবলে নিয়েছ খোদার জগৎ মানবতা আজ সর্বনাশী।
স্বাগত হে মর্ত্যবাসি!
কাঁটাতারে ঘেরা স্বাধীনতা যেন ছটফটিয়ে দিন যাপে
রক্তে কেনা রঙ্গিন নিশান শকুনের মুখে ভয়ে কাঁপে।
এক মুঠো সুখে সাত শত ভাগী
বিদ্রোহী বীর সাজে বৈরাগী
কবর শশ্মানে ভিন্ন জাতি মানুষ মানুষের রক্ত শুষি।
স্বাগত হে মর্ত্যবাসি!
বিভক্ত আজ বিধির বিধান মন গড়া সব শাসক দল
শান্তির দূত শয়তানেরা মিথ্যে আশার শুধু রদবদল।
অসুরে গড়ে স্বর্গে আবাস
নরকে জ্বলে বিবেকের লাশ
একে অন্যে করছে আঘাত নিজের পাপে অন্য দোষী।
স্বাগত হে মর্ত্যবাসি!
স্বার্থের প্রলয়ে ধ্বংস অবনীর মৃত্যুর জন্ম সবকালে
নরের হাতে নরের বলি ধর্মের মৃত্যু ভয় পেলে।
ক্রন্দিসে বীর রাত্রি কাল
কল কোলাহলে ছিড়ছে পাল
কাঙ্গালের বুকে অশান্ত ঝড় শ্বাপদের সুখ রাশি রাশি।
স্বাগত হে মর্ত্যবাসি!
এক মানুষের বর্ণ শ্রেণী ভাঙ্গছে বাঁধন প্রেম নিবাস
হিংসার অনলে ছাই ধরণী বৃন্দাবনে হয় নীলের চাষ।
টোপ দিয়ে শীকার নীলতিমি
ভিন্ন মানুষের একই ভূমি
সাতশত তের নদীর দেশে খুন চায় কোন খুন পিয়াসী
স্বাগত হে মর্ত্যবাসি!