-----------বাজারে মাদল বাজা---------
বনের শেয়াল পরেছে মুকুট সিংহ সেজেছে খোজা।
                রক্তে যাদের লহরী নাচন
             মানে না প্রহরী মানে না শাসন
চোরে-চোরে গায় ভজনের গীত সাধু পায় তার সাজা
বেঁচে আছে যত বীরপুরুষ আজ ভাঙ্গা তাদের মাজা।
        -----------বাজারে মাদল বাজা---------
পায়ের ধুলো সেজেছে প্রভু মানুষ হয়েছে তার প্রজা।
                     নদী পর্বত সিন্ধু পথ
                 চারদিকে দেখি আজ বিপদ
জীবন এখানে কঠিন ভীষণ মৃত্যুটা দেখি খুব সোজা
মগজে বহতা গোলামীর বিষ শিরা উপশিরায় তাজা।
       -----------বাজারে মাদল বাজা---------
বনের চিড়িয়া স্বাধীন ভীষণ খাঁচা বন্দি সাপের ওঝা।
                কলমের কালি উদ্বায়ী আজ
                 মিথ-মিথ্যায় ভরেছে সমাজ
মুখরিত যত পাপীর আওয়াজ খায় ওরা তাড়ি গাঁজা
ভূত-প্রেত সব শ্মশান ছাড়িয়া লোকালয়ে করে মজা।
         -----------বাজারে মাদল বাজা---------
দিচ্ছে জীবন অসুরের দল সেজে একে অন্যের রাজা।
                  ডান বাম নীল কালো সাদা
                   টোকাইয়ের দল হয় দাদা
খুন ছাড়া কিছু চেনেনা ওরা কলি যুগের মাছি-মশা।
ধূপ জ্বেলে চায় পাপের মুক্তি হনুমান সেতো সোজা।
         -----------বাজারে মাদল বাজা---------
ধাপে ধাপে চাপা পড়ে অপবাদ দুচোখে অশ্রু ভেজা।
                   মানুষের মানে দেখছি পতন
                  যতনের ছাইয়ে মিলছে রতন
জ্বলছে ভুবন নরক আগুনে কাঁধে নিয়ে পাপের বোঝা
দেবতার রাজ্যে রাবণের দল আর শয়তান স্বর্গে রাজা।