দিন যাপনের সময় গুলো হচ্ছে কঠিন আরো
প্রতারণার মাত্রা বেড়ে তিন থেকে আজ তেরো।
কাঁধের উপর ভুতের নাচন যাচ্ছি সয়ে মুখ বুজে
মৃতের মতো থাকছি বেঁচে এই শ্মশানে হররোজে।
অনিশ্চিতের ধোঁকায় পড়ে মরছে মানুষ ধুঁকে
পুকুর নদী হচ্ছে চুরি চর জাগা তার বুকে।
ক্ষীরের লোভে পীর সেজেছে আতর মেখে গায়ে
বোকা মানব ঠাঁই নিয়েছে ভরাডুবির নায়ে।
বাঁচার মতো বাঁচতে চাওয়া আজকে বিলাসিতা
ইথারে ভাসে শান্তির বাণী মাটিতে জ্বলছে চিতা।
চারের হিসেব চৌদ্দে মিলে নয়ের হিসেব ছয়ে
কোটরে পচে বিবেকের লাশ চিল শকুনের ভয়ে।
ধোঁকাবাজের মাথায় পোকা করছে তা কিলবিল
চড়ুই বন্দী খাঁচার ভিতর বাহিরে মুক্ত চিল।
মাঝে মাঝেই বাজের সাথে ধরছে বাজি টুনি
তাইনা দেখে মিডিয়া পাড়ায় চোর-চিটারের বাণী।
সাপের বিষে মরছে ওঝা কে ঝাড়ে কার বিষ?
চোখের আড়ালে মুচকি হেসে বেইমানে দেয় শিস।
প্যাঁচার মতো ক্যাচাল ছাড়া জীবনটা নির্ভেজাল
যে যাই বলে সুর মিলিয়ে বেঁচে আছি আজকাল।
চলতি পথে রাস্তা ঘাটে ওঁৎ পাতা শয়তান
সোজা কথায় বললে ওরা এই যুগের হনুমান।
অনেক ভেবে হিসেব কষে বুঝতে পেলাম শেষে
ভুত ছাড়ানোর তেলেই ভেজাল সর্ষে দানার দোষে।