হাতে নিয়ে জীবন আছি দাড়িয়ে মৃত্যুর আঙিনায়
জমিয়েছি সবই আপনার নামে অপরের সীমানায়।
ছুটিয়াছি যবে জীবনের পিছু মৃত্যু করিয়াছে তাড়া
আসিয়াছে যার মৃত্যুর দূত পায়নি সে কভু ছাড়া।

পৃথিবীটা খুব প্রয়োজন নাকি এই মানুষের কাছে
পৃথিবীর কাছে কতটা মূল্য এই মানুষের আছে?
জগতের সব সম্পদ আজ পাহাড়ের মতো ধ্বসে
এত ভার কাঁধে তবু শুন্য বুকে সাহারার মাঝে বসে।

মৃত্যুকে সদা পায়ে ঠেলিয়া করি জীবনের উল্লাস
সুখ ভাবিয়া যার লয়েছি পিছু আসলে তা হা হুতাশ।
অবশেষে যাহা পেয়েছি ধরা মরীচিকার পিছে ছুটে
পুরোটাই তার দু চোখের ধোঁকা বরিয়াছি বুক পেতে।

বাঁচার জন্য ডেকেছি মৃত্যু পদে পদে আজ হাহাকার
পরিয়াছি ঠুলি দুই চোখে তবু কানে ভাসে চিৎকার।
অপরের বিদায় পারেনি শেখাতে মানুষ হয়ে বাঁচতে
দিন শেষে দেখি পরাজিত আমি ক্ষণিকের এই মর্ত্যে।

পৃথিবীটা যত করিয়াছি আপন তত সরিয়াছি দূরে
মৃত্যুকে ভয় করিয়াছি যত মরিয়াছি তত বারে বারে।
দেখিয়াছি যেমন এই পৃথিবীটা জীবনের বাঁকে বাঁকে
করি নাই তারে উত্তম আর ভোগে নষ্ট করেছি তাকে।

বাঁচার আকুতি দিকে দিকে আজ মৃত্যুর সাহারায়
পেরেছে কি কেউ ঠেকাতে মৃত্যু শত শত পাহারায়?
হবে নারে ঠাঁই ধরার ধূলিতে তুলিতেই হবে পাল
বিধাতার গড়া শান্ত পৃথিবী কেন অশান্তিতে উত্তাল?