ওরা একটা এলো জীবন দিল মরল থাপড় খেয়ে
ওরা দুইটা এলো কামড় দিল পালিয়ে গেল ভয়ে।
ওরা পাখনা মেলে পাখির মতো উড়ে উড়ে চলে
ওরা রক্ত নেশায় মাতাল হয়ে ব্যোঁ ব্যোঁ সুর তোলে।
থাপড় খেয়ে পালাতে গিয়ে কখনো ঢোকে কানে
টানেল ভেবে নাকের ভিতর হঠাৎ আঘাত হানে।
ওরা রক্ত খেয়ে শক্ত হলো ওদের সাহস গেল বেড়ে
পেটটা এখন টানা টানা আর পারছে না যে উড়ে।
বুকে পাঁজরে নাকে ও মুখে যখন যেখানে পারে
কামড় দিয়ে ফুলিয়ে শরীর আনমনে খেলা করে।
ব্যাটেও মারি, হাতেও মারি, আর পারি না মেরে
একটা যদি ভয়ে পালায় আরও দশটা আসে তেড়ে।
কারেন্ট শকে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে একপাশে
জ্ঞান ফিরিলে গান ধরে আর প্রাণ ফিরিলে হাসে।
রক্ত খেয়ে মশায় মশায় মাস্তি করে সারা রাত
আপন ঘরে পরদেশী মোরা মশার ভয়ে কুপোকাত।
টিমটিমে পেট রক্ত খেয়ে বানিয়ে রাখে ঢোল
মশারী থেকেও হয়না যে কাজ শেষমেশে খাই ঘোল।
বাদ্য ছাড়া ভাওয়াইয়া গান মধ্যরাতের বিনোদন
ফাটুস ফুটুস থাপড়ানি দেই শুনতে পেলে গুঞ্জন।
মশার সাথে যুদ্ধ করে আজকে আমি শহীদ
ঘুমিয়ে গেলে রাতের বেলা শুরু হয় তাদের ঈদ।
মশার মতো অনেক মানুষ রক্ত খায় চুষে চুষে
মানুষ ঠকিয়ে টিকে যায় ওরা সুখে থাকে দিন শেষে।