তপ্ত ধমনীর রক্ত স্রোতে
ফেলছে ভাঁটা মরুর তেজ
বাদলা দিনের বৃষ্টি বিলাস
নৃত্যে বিনাশ সাপের লেজ।
অনল বারি করলো যারা
বাজিয়ে বিষের মরণ বীণ
অস্থি যাদের ঝুলছে আজও
করবে কে শোধ তাদের ঋণ?
অশ্বত্থ গাছের ছত্রছায়ায়
ফুটছে যে আজ ধুতুরা ফুল
ভূলের চারা বুনছে যারা
শোধরাবে কে তাদের ভূল?
আকাশটা আজ কালচে ভীষণ
উড়ছে সেথা কাকের ঝাঁক
হারাম দিয়ে ভরছে উদর
অজুতে নাকি শরীর পাক।
ঝাপটা হাওয়ায় কাঁপছে গিরি
ভাঙ্গছে বুকের পাঁজর সব
অন্ধকারে আসছে ভেসে
মুক্তি চাওয়া দাসের রব।
অগ্নি ধারায় তৃষ্ণা মেটায়
ভবঘুরে সব চাতক দল
মেঘটা চুরি করছে চিলে
দেখিয়ে তাদের নখের বল।
শিরদাঁড়াতে জং ধরেছে
টিকবে সে আর কতক্ষণ?
পরছে ঠুলি সজাগ চোখে
ভাঙ্গবেনা ঘুম আমরণ।