সত্যের পথ আজ রুদ্ধ করে দাড়িয়ে আছে
                   শয়তান
কপালে আঁকা রাজটীকা তার মিথ্যার বলে
                   মহীয়ান।
গুঞ্জন সুরে বোলতার ঝাঁক পিছু নেয় তারা
                   দলবলে
পায়ের আঘাতে দলিত দেহ মুখ বুজে সয়
                 সবকালে।
হুশ হারিয়ে দোষটা খোঁজে মাথা চাড়ে ওরা
                 লাজ ভেদি
টাকা মাটি ওরা সবকিছু খায় হাতের কাছে
                 পায় যদি।
রাশি রাশি ধন তবু ছোট মন হতাশায় কাটে
                জীবন কাল
মৌ লোভী ওরা ফুলে ফুলে ঘোরে মুখ ঢাকে
             এলে ক্রান্তিকাল।
অন্তরে ফোঁটা চেতনার ফুল রয়ে যায় সদা
                  উপেক্ষায়
বিকশিত হয়ে ভুলের চারা ডালপালা মেলে
                  রক্ত খায়।
ইচ্ছের বিষে নীলচে আকাশ মেঘে ঢাকা যত
                     তারা  
নিয়মের ফাঁদে বন্দী জীবন অনিয়মের জেরে
                     মরা।
ধাপে ধাপে বাড়ে পাপের বোঝা ক্ষয়ে যায়
                   যত গুণ
বাতাসে ওড়ে শান্তির নিশান মাটিতে জ্বলে
                    আগুন।