শত শতাব্দী গেছে পেরিয়ে
আসেনি এখনও আলোর ভোর
আছে কতজন পৃথিবীর বুকে
নয় যারা আজ হারাম খোর?
গা সহা যেন পাপের বোঝা
নিত্য দিনের উৎযাপন
ছোট বড় সব একই কাতারে
শরীরে পবিত্র তবু নোংরা মন।
বাজার থেকে রাজার প্রাসাদ
ফুটপাত থেকে রাজপথে
সভ্যতার দেহ উলঙ্গ আজ
আধুনিকতার ভুল রথে।
চোখে চোখে দেখি চিতার আগুন
হিংসার তাপে ভস্ম ছাই
পৃথিবীর বুকে শকুনের থাবা
হাড় লয়ে ওরা করে লড়াই।
পাতাল ফুঁড়ে, আকাশ চিরে
আসবেনা কোনো শক্তিধর
পৃথিবীর বুকে হয়নি তো আজও
কোনো কাপুরুষ চির অমর।
ছায়ার মতো পাপের কায়া
আজকে সবাই করে বরণ
অনাদরে পচে আদরের ধন
অশ্রু বিহীন দুই নয়ন।
যে জীবনের হয়েছে পতন
বিধাতার সাথে বাজি খেলে
পাপ গুলো তার হবে কি মোচন
আগর বাতির ধূপ জ্বেলে?