উপদেশ গুলো লাগেনা ভালো
                     দেশ ছেড়ে ওরা যায়না ক্যান?
আমি তো আছি আমার মতোই
                    সবার মাঝে এক সুপার ম্যান।
বাড়ির নেতা পাড়ারও নেতা
                         পরিবারের আমি মাতব্বর
খাওয়া খেলা ছাড়া করিনা কিছুই
                     দিন কাটে আমার বেশ যবর।
ইচ্ছে হলেই ঝুলছি গাছের
                        চিকন ডালের শেষ মাথায়
হাওয়ার সাথে দুলছি আবার
                        ধার ধারিনা কারো কথায়।
ডিগবাজি খেয়ে কাটছি সাঁতার
                           এপার ওপার ভর দুপুর
বেত হাতে মায় ঘুরছে পাড়ে
                    আমি তখন আছি মাঝ পুকুর।
বিকেল হলেই পড়তে হবে
                         বাবা মায়ের এক আদেশ
আমি কি আর লোকটা কাঁচা?
                       তার আগে আমি নিরুদ্দেশ।
গোল্লা ছুটের বিকেল বেলা
                         যায় কি থাকা ঘর কোনে?
চোর পুলিশের লুকোচুরি
                   আর ধড় পাকড় ঐ ঝাউ বনে।
পাড়ার কোথায় খেলছি খেলা
                          আমার দাদা সব জানেন
কান মলিয়ে আনছে ধরে
                    এতো সহজে কি হাল ছাড়েন?
পড়তে লিখতে মন বসে না
                         মুক্তি পাওয়ার উপায় কি?
পেট ব্যথাটা বাদ দিয়ে আজ
                   মাথা ব্যথা দিয়ে দেবো ফাঁকি।
গাড়ি ও ঘোড়ার গল্প শুনে
                         যদিওবা মন বসে পড়ায়
বসে বসে না হয় চালাবো গাড়ি
                     কিভাবে উঠবো উঁচু ঘোড়ায়?
এই ভেবে ভেবে চিন্তায় পড়ে
                             মন আকাশে উড়ু উড়ু
সেদিনের মতো লেখাপড়া শেষ
                         মেঘ যদি ডাকে গুড়ু গুড়ু।
সকাল হলেই স্কুলে যাও
                      এইটা কি আর মগের দেশ?
বাংলাটা আমি এমনিতে পারি
                     ইংরেজিটা শেখা হয়না শেষ।
গণিত নিয়ে নাই বা বলি
                        ডিম বেচি আর ডিম কিনি
কয় হালিতে কয় টাকা হয়
                      এইটা কি আর আমি জানি?
তেল মাখা বাঁশে উঠছে বাঁদর
                       গাছপালার বুঝি খুব অভাব
কতক্ষণে সে উঠবে মাথায়?
                       আমি কি বুঝি তার স্বভাব?
সজ্ঞানে আমি অজ্ঞান থাকি
                         বিজ্ঞানে আমি খুব হতাশ
ওজনের সাথে ভর মেলে না
                   এই ভেবে আমার মাথায় বাঁশ।