জোড়া জোড়া প্রতারক মাঠে ঘাটে অফিসে
টোপ ফেলে ধরে ওরা বোকা লোভী মানুষে।
দুই কোটি করে আয় দুই টাকা ছিটিয়ে
জনতার টাকা লুটে ভুলভাল পটিয়ে।
পোশাকের আড়ালে এ যুগের হনুমান
চান্দিতে টাক দেখে মানুষেরা অজ্ঞান।
কোট প্যান্ট টাই পরা স্মার্ট শয়তান
প্রচারের ফাঁদে ফেলে মানুষকে বলিদান।
বোঝেনা তো জনগণ ধোঁকা খায় বারবার
অর্ধেক দামে নাকি বাইক, টিভি, ফ্রিজার।
এত বেশি কমিশন কোথা গেলে পাবে আর!
দামি দামি জিনিসে ভরে যাবে সংসার।
মাথা হলো নষ্ট সাইক্লোন অফারে
আজ রাত দশটায় না জানি কি আছে রে!
মোবাইলটা হাতে নিয়ে বাজে রাত আটটা
টেনশনে অস্থির পাশে বসা বউটা।
আইফোন, ল্যাপটপ কতকিছু আহারে
একটা তো আছে মোর আরেকটা হবেরে!
তড়িঘড়ি অর্ডার, যা হবার কাল হবে
একবারও ভাবে না দেয় ওরা কিভাবে?
ভালোভাবে কাটে দিন গোটা চার পাঁচ মাস
তারপর একদিন জারি জুরি সব ফাস।
ভিক্ষার ঝুলি হাতে পাবলিক রাস্তায়
মালিকেরা জেলে পচে বসে বসে পস্তায়।