জন্ম এখানে ছেলেখেলা যেন মৃত্যুর আঙিনায়
শুরু না হতেই শেষ হয় যার নিদারুণ বেদনায়।
কলি হয়ে ফোটা জীবন হেথা ঝরে পড়ে এককালে
মায়াজালে ঘেরা এই পৃথিবী পুড়ে ছাই দাবানলে।
শৈশব কাটে অজানার পথে থেকে থেকে প্রতিবাদ
জীর্ণতা হেথা গ্রাস করে চলে সত্যের বজ্র-নাদ।
যৌবন চলে স্রোত সম তালে নিয়ে কিছু অপবাদ।
মানুষ হেথায় অচল বস্তু চলে পশুদের মতবাদ।
বাকি জীবনটা কেটে যায় একা মৃত্যুর প্রতিক্ষায়
ষোল আনা যদি হয়রে জীবন বার আনা পরীক্ষায়।
জীবন সে তো হেরেই যাবে মৃত্যুর সাথে লড়ে
বেলা শেষে হবে সব অবসান বোশেখীর কোন ঝড়ে।
জীবনের পাওয়া বাসি হবে সব রইবেনা কোলাহল
তোমার কারণে থাকবেনা থেমে অন্যের চলাচল।
পড়ে রবে সব পিছনের দিকে আসবেনা তাহা কাজে
তাজা হবে ঘাস গেলে দু-এক মাস ঐ কবরের মাঝে।
পৃথিবীর বুকে সবই ক্ষণিকের এই আছে এই নাই
আজকে যাহা সবুজ ও সতেজ কাল তাহা পোড়া ছাই।
অপরূপা এই অমরাবতী নরকের কাঁধে ভর করে
চলিতেছে তাহা যুগ যুগান্তর সৃষ্টির অনলে পুড়ে পুড়ে।
ধূলার ধরণী রহিল না আর মানুষের আবাস ভূমি
তাই সকলে যাযাবর হয়ে খোঁজে আজ মরুভূমি।
এক পৃথিবীর সন্তান মানুষ জাতে-জাতে বৈরিতা
হিংসা বিদ্বেষ পুষিয়া বুকে আনিবে কারা মানবতা?