আমি চোরের ভিড়ে মানুষ খুঁজি
এই শহরের বুকে
শান্তিতে ঘুম আসে ক’জনের?
নির্ভয়ে কত লোকে?
আমি তৃপ্তি খুঁজি এই জীবনের
মিথ্যে হাসির মাঝে
তোষামোদ করে খোশামোদে দিন
পার করি রোজরোজে।
আমি আছি শুধু আমাকেই নিয়ে
ছুটে টাকার পিছু পিছু
পাশ কেটে চলি দুপাশের সব
হোক তাতে যতকিছু।
আমি ভয় দেখিয়ে সম্মান চাই
মানুষের মতো সেজে
উপদেশ গুলো দিয়ে যাই শুধু
আসেনা তো নিজ কাজে।
আমি সত্যকে করি উপহাস
আর মিথ্যায় বসবাস
অন্যের দুঃখে উল্লাস করি আর
নিজের দুঃখে হাহুতাশ।
আমি জ্ঞানী হতে চাই জ্ঞান ছাড়া
আর রাতারাতি স্টার
লজ্জাটা নেই এতোটুকু মোর
আছে অপমান দুর্বার।