এসো হে বন্ধু আমার দেশে মায়াজালে ঘেরা এই ভুমি
যেখানে আকাশ মাটির বুকে শির নিচু করে দেয় চুমি।
পবিত্র মোর মায়ের ভাষা যার বুলিতে জুড়ায় এ প্রাণ
মোরাই শুধু গড়ি ইতিহাস মাতৃভাষার রাখতে মান।
মোরা গায়ে মাখি এই মাটির ধুলো স্বপ্ন বুনি তার বুকে
সখ্যতা গড়ি প্রকৃতির সাথে পুলোকিত মোর দুই চোখে।
রূপালী মাছে সোনালী স্বপ্ন মাছে ভাতে মোরা বাঙালি
সকলেই যেন এক পরিচয়ে হাতে হাত রেখে পথ চলি।
রূপবতী এই দেশের বুকে কোলাহলে চলে নদ নদী
তার বুক চিরে ছুটে চলি মোরা তরঙ্গ ছন্দে নিরবধি।
চৈত্রের রোদ বোশেখীর ঝড় বুক পেতে দিয়ে করি বরণ
আলো আঁধারের যাত্রী মোরা সংকুল পথে সন্তরণ।
সময়ের তালে ছয়টি ঋতু বিচরণ তার এই বাংলায়
সকলেই আসে আপন রূপে মাতিয়া ওঠে রূপ-খেলায়।
ভোর বেলা ঘুম যাচ্ছে ভেঙ্গে পাখির ডাকে নিত্য দিন
সারাটা দিন কল কোলাহলে রাত কাটে বেশ ক্লান্তি হীন।
জাত-বেজাতের নেই ভেদাভেদ এক মায়ের ভাই মোরা
প্রশ্ন কখনো ওঠে নাই মনে কে কালো আর কে গোরা?
যে যার মতো করছে পালন আপনার ধর্ম নিজ মতে
ক্ষুদ্র বৃহৎ নেই ব্যবধান কে বাস করে কোন জাতে?
দেশ নিয়ে মোরা বড়াই করি লড়াই করি তার সম্মানে
এক পতাকার ছায়ায় মানুষ বাঙালি মোরা দেহ-মনে।
বীর বীরত্ব বইছে শিরায় ভীরু নই মোরা শিকারী বাজ
শত্রুকে করি নাজেহাল আর মিত্রকে ভাবি মাথার তাজ।