-----------আজকের অবতার
আসলে উহারা ইবলিস সেনা শয়তানের হাতিয়ার।
যুগ যুগ ধরে চলিতেছে আজও গোঁড়ামির খোঁড়ামী
নরকের দূত স্বর্গে আসিয়া পাইতেছে সে সালামি।
জন্ম যাদের সাগর জলে মুক্তা কি তার কাজে আসে?
স্বার্থের টানে লাগে যে জোড়া টিকে না তাহা অবশেষে।
হায় অভাগা, দিলিরে সাড়া সর্বনাশের ডাক শুনে
মগজ ধোলাই, মুখেতে সেলাই পর্দা আঁটা চোখ কানে।
ওগো বন্ধু ঘুমিওনা আর জাগো এ যুগের ক্ষুদিরাম
তোমার সাথীরা হারিয়েছে পথ কেউ ডান কেউ বাম।
ধুঁকে ধুঁকে আজও মরিতেছে ওরা আগুনের সাহারায়
জীবনের দামেও মেলে না মুক্তি অসুরের পাহারায়।
টোপের লোভে বন্দী খাঁচায় জীবনের ষোল আনা
ডাণ্ডার ভয়ে ঠান্ডা মাথা যদি বন্ধ হয় খানাপিনা।
ডানা দুটো ভাঙ্গা দুর্বল মন বিচলিত আঁখি পাতে
চেয়ে আছি পথ নেবে কে শপথ হাত রেখে মোর হাতে।
শান্তির দূত জগৎ জোড়া তবু কোলাহল কলরব
গোলাপের কাঁটা পারে কি রুখিতে গোলাপের সৌরভ?
প্রলাপের তাপে উষ্ণ ধরণী নেই মিল কথা কাজে
মানুষ কি কখনো হয় দেবতা পাপ থাকে যার মাঝে।
যেই করে নাশ দিয়ে আশ্বাস নিষ্পাপ জনে জনে
ক্ষণিকের তরে করে রাজত্ব ভিখারি সাজে দিনে দিনে।
সত্য মানব একা ভাঙ্গিতেছে সদা ফণি-মনসার ডাল
শয়তান সেথা আড়ালে থাকিয়া করিতেছে গালাগাল।