জানালার ওপারে ঝড়
স্বন্ধ্যা প্রদীপ জ্বলে উঠেছে
নগরীর প্রতি ঘরে।
জ্বলে উঠেছে সোডিয়াম বাতি
হলুদ, রাস্তা জুড়ে।
ঘরে ফিরে যায় পাখিদের দল,
ভিখারী, নিশ্চল বৃদ্ধ;
ঘরে ফিরে যায় কল-কারখানায়
ছিল যারা শৃংখলাবদ্ধ।
কুসুম রঙের সূর্যটা ক্লান্ত,
বিদায় শঙ্খ বাজে।
এরূপ রোজই ফিরে ফিরে আসে
বাংলার প্রতি সাঝে