তুমি বৃষ্টি স্পর্শ করতে শিখিয়েছিলে,
জানালার কাচে...
কখনো বা
খোলা ছাদে।
বৃষ্টি রা এমন কেন?
সাথে টেনে আনে তোমার স্মৃতি
আর
আনে একরাশ শুন্যতা।
তোমার অভিনয়গুলোও
জাগিয়ে তোলে।
দূর আকাশে
ভেসে যাওয়া মেঘের মত
তুমিও একটা ছলনা।
আমি আর তোমাকে চাই না,
আমি চাই না ঝুম বৃষ্টি নামুক।
আমি শুধু চাই
এভাবে তপ্ত রোদে
আমার বোকা বিশ্বাসগুলো পুড়ে মরুক।
#সুহাসিনী