আসলে ফাগুন, জ্বলবে আগুন
তোমার রাঙা ঠোঁটে
হিম কুয়াশার শিশির দেব
যদি তৃষ্ণা জেগে ওঠে।।

যদি বসন্ত এসে হঠাৎ!
ফুটে যায় তোমার বাগানের ফুলগুলি
আমি আনমনে আঁকিব সে ফুল-  
হব তোমার বাগিচার বুলবুলি
ফুলে ফুলে গাহিব গান- গুন গুন গুন।

যদি নিয়ে যায়, কোন কালবৈশাখে
ভেঙ্গ যায় স্বপ্নের ভোর
যদি নিবির বেদনা মন মাঝে ঝরে
তবুও ভালোবাসি ধূলিমাটি তোর।

আসলে মেঘ, বর্ষ'লে বৃষ্টি-
এসে যায় জল তোমার নয়নে!
যদি ফুটে ফুটে টুটে যায়
তবুও যামিনী কাটাব বিরহ শয়নে।

যদি মনের মাঝে,থাকে সংশয়
বিরহ শোকে হও না কাতর
ঘষে দেখ তুমি-কি বলে কষ্টিপাথর


আগস্ট ২২, ২০১৭