তোমায় খুঁজি জোছনা রাতে
অলস ঘুমের মাঝে
তোমায় খুঁজি হিম কুয়াশায়
সকাল বিকাল সাঁঝে।
মাতাল হাওয়ায় ভেসে ভেসে
তোমায় খুঁজে যাই
সন্ধ্যা নামের সাগর তীরে
তোমায় যেন পাই।
তোমায় খুঁজি পাতায় পাতায়
সদ্য ফোটা ফুলে
তোমায় খুঁজি নীল সাগরে
নদীর কূলে কূলে।।
নিজেকে হারাইয়া খুঁজি
মেঘলা ঝড়ের কেশে
আগুন ভরা ফাগুন আমার
বর্ষে চোখের দেশে।
তোমায় খুজি শিমূল শাখে
আবির রাঙা ঠোঁটে
তোমায় খুঁজি মেঘের রেখায়
যদি সিঁদুর মেখে উঠে।
এসো তুমি মুক্ত কেশে
শিশির ভেজা ঘাসে
এসো তুমি ফুল বাগিচায়
ঝরা ফুলের রাশে।
আগস্ট ২৩,২০১৭